শেরপুরের শ্রীবরদীতে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ১৮/১২/২০২২, ৭:৫৩ অপরাহ্ণ / ৫৬
শেরপুরের শ্রীবরদীতে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষক লীগ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর সোমবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের উপজেলা রোড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক।

দুপুর ২ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদির।

উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বনিজ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব ও সৈয়দ সাগিরুজ্জামান সাকিক, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছালাহ্ উদ্দিন প্রমুখ। এসময় অন্যান্যেদের মধ্যে জেলা কৃষক লীগের সহ-সভাপতি হায়দার আলী রেজা, মো. নমশের আলম, মো. আব্দুর রহমান চান, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল্লাহ সালেহ সহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তার‌ই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন উপহার দিয়েছেন। বাংলাদেশের মানুষকে একটি উন্নত জীবনের পথে নেতৃত্ব দিতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদারকে সভাপতি এবং মো. বনিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়।

পত্রিকা একাত্তর/ আবু হেলাল