মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে প্রতিবারের ন্যায় চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ১৮ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করেন সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
১৭ তারিখ ১২:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মাহফুজুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, জেলা পরিষদ, প্রধান আলোচক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা এবং বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম মানিক খোকন, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ১৮ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ মুন্না বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সবৃন্দ।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান