গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা, র্যালি ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শুক্রবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু সাঈদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। পরে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা। এর আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল
আপনার মতামত লিখুন :