patrika71
ঢাকাবৃহস্পতিবার - ৮ ডিসেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নে কেজাসের অফিসে বৃহস্পতিবার (৮ই ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় কেজাস (কাশিয়াবাড়ী জীবন উন্নয়ন সংস্থা) এর আয়োজনে এবং গোমস্তাপুর উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেজাস এর চেয়ারম্যান ফিরোজ কবির এর সভাপতিত্বে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, রহনপুর আহাম্মদী বেগম (এ.বি) সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গাজিউদ্দিন বিএসসি এবং কেজাস শাখার ম্যানেজার ও সকল কর্মীবৃন্দ। এছাড়াও আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার শফিকুল ইসলাম ও গাজিউদ্দিন বিএসসি অবসরপ্রাপ্ত শিক্ষক, রহনপুর আহাম্মদী বেগম (এ.বি) সরকারি বিদ্যালয়।

কেজাস (কাশিয়াবাড়ী জীবন উন্নয়ন সংস্থা) বয়স্ক শিক্ষা, প্রতিবন্ধীদের হুল চেয়ার প্রদান, শিশু শিক্ষা, বৃক্ষরোপণ, ফ্রি চক্ষু ক্যাম্পেইন, পরিবার পরিকল্পনা কর্মসূচি, এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করে থাকে।

পত্রিকা একাত্তর/ শাহাদাত হোসেন