দৌলতপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ


জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশের সময় : ০৬/১২/২০২২, ৩:৩৪ অপরাহ্ণ / ১০৯
দৌলতপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ

কুষ্টিয়া দৌলতপুরে অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত সহ ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার অভিযান চলমান আছে।

অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস নিরবচ্ছিন্ন ভাবে পালনের লক্ষে দৌলতপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ সুপার খায়রুল আলমের নির্দেশক্রমে থানা পুলিশ কাজ করছে। পহেলা ডিসেম্বর থেকে বিজয় দিবস পালন পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।

তিনি আর বলেন, যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কাজ করে আসছে, ভবিষ্যতে ও এই ধারা অব্যাহত থাকবে। দৌলতপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য থানা পুলিশ সকল সময় কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট সহ পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এসময় তিনি সকল অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে এবং যে কোন প্রকার অপশক্তিকে মোকাবিলা করতে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। যেকোনো প্রকার অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন