খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুরখালী বাজার ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি আত্মপ্রকাশ পায়। এর আগে শুক্রবার রাতে সুরখালী বাজার কমিটির কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে হাজ্বী শিমু মার্কেটের সত্বাধিকারী শিল্পপতি আলহাজ্ব মোতাহার হোসেন শিমু সভাপতি ও সমাজ সেবক মোঃ মারুফ জমাদ্দার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মাহাবুর রহমান শেখ, রাধাপদ অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক শরীফ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন শেখ, কোষাধ্যক্ষ মোঃ তানভীর সরদার, দফতর সম্পাদক আছাবুর রহমান সরদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির আকবর পান্না, কার্যনির্বাহী সদস্য সরদার শিহাব উদ্দিন, মোঃ রওশন জমাদ্দার, মোঃ ফজর আলী গাজী, মোঃ কবির হাওলাদার, মোঃ লুৎফর রহমান শেখ, শ্রী কালিপদ মন্ডল সহ ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়া ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সিপার, আলহাজ্ব মোঃ তরিকুল ইসলাম জমাদ্দার, মোঃ নূর আলী শেখ, মোঃ জামির শেখ, মোঃ ইসমাইল গাজি।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম