আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে নীলফামারীর ডোমারে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) দুপুর ৩টায় ডোমার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. সাইফুর রহমান। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. মনোয়ার হোসেন, ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম প্রমূখ সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগণ।
পত্রিকা একাত্তর/রিশাদ