গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল (এমপি) গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিকাল তিন টায় হরিপুর কারবুলা মাঠে প্রধান অতিথি হিসব উপস্থিত থাকে ৪ কাটি ৮১ লক্ষ ৮৫ হাজার ৩৪৫ টাকা ব্যায় ১.৬৯ একর জমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করন।
হরিপুর উপজেলা প্রশাসনের আয়াজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মজবাহ উদ্দিনের সভাপতিত্বে কারবুলার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ সোনার বাংলা গড়ার অঙ্গিকার বাস্তবায়নে করে দেশ ও দশের মানুষের উন্নয়ন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনা। দেশের ক্রীড়া অঙ্গীকার উন্নত করে যুব সমাজকে সম্পদে পরিণত করতে তিনি কাজ করছেন। তারই ধারা বাহিকতায় সারা দেশে ১৮৫ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।
রংপুর বিভাগের পঞ্চগড় জেলা সদর ও তেতুলিয়া উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ও হরিপুর উপজেলা সহ এই চারটি উপজেলায় এক সাথ ১৯ কােটি ২৭ লক্ষ ৪১ হাজার ৩৮২.৮৬৫ টাকা ব্যায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ করা হচ্ছে।
তিনি আরো বলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের সুপারিশ ও অনুরাধ কারণে এটি বিশেষ করে উদ্দেগ নেওয়া হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলাপ্রশাসক মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আরো সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ এম কে শরীফুল হক, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হরিপুর আ‘লীগর সভাপতি জিয়াউল হাসান মুকুল, ঠাকুরগাঁও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজারুল ইসলাম সুজন, আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নের্তৃত্বগণ, ও উপজেলা যুব ক্রীড়া অধিদপ্তরের সকল সদস্য গণ সহ সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
আপনার মতামত লিখুন :