বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলন উপলক্ষে হরিপুর উপজেলা ছাত্রদলের সম্মেলন ছাত্রদলের ভিতরে বইছে আনন্দের ইমেজ আগামী ১৮/১১/২২ ইং সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদে জীবন বৃতান্ত জমা দানের শেষ তারিখ। আজ ১৬/১১/২২ ইং দুপুর ১২.০০ টায় সাধারণ সম্পাদক পদে জীবন বৃতান্ত প্রদান করেন হরিপুর উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক ৩নং বকুয়া ইউনিয়ন ছাত্রদলের এর আহব্বায়ক শাহারিয়ার প্রিয়ম। সিভি জমা দেওয়ার আগে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক করিমুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো আবু তাহের এর দোয়া নিয়ে হরিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিব হাসান রিয়াদ এর কাছে জীবন বৃতান্ত জমা করেন।
এসময় উপস্থিত ছিলেন ৪ নং ডাংগীপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাগর হরিপুর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সাবেক সহ সভাপতি সারোয়ার জাহান নিপু ২ নং আমগাঁও ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক হরিপুর উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জেলা কার্যকরী সদস্য জমির উদ্দীন ৪ নং ডাংগীপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক লাবিব ৫ নং সদর ইউনিয়ন ছাত্রদল সদস্য সচিব হৃদয় ১ নং গেদুড়া ইউনিয়ন ছাত্রদল সদস্য সচিব সৌরভ থানা আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল সহ ৬ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
জমির উদ্দীন বলেন, বিগত সময়ে ছাত্রদলের মিছিল মিটিং সব সময় প্রিয়ম ভাই ছিলেন দলের যেকোন পরিস্থিতিতে একমাত্র তাকে পেয়েছি সে ছাত্রদলের সাধারণ সম্পাদক হলে মডেল ছাত্রদল হিসাবে পরিচিত পাবে।
লাবিব বলেন, দূঃসময়ে ছাত্রদলের পাশে অতন্দ্র প্রহরী হিসাবে ছাত্রদলের প্রত্যেকটা নেতা কর্মীর পাশে ছিলেন সে হিসেবে এ পদ তার প্রাপ্য। হৃদয় বলেন, প্রিয়ম মামা সব সময় ছাত্রদলের পক্ষে ছিলেন প্রতিটি কমীর পাশে ছিলেন।
পত্রিকা একাত্তর/ সুজান আহামেদ
আপনার মতামত লিখুন :