নূর আলমের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ

২৮ আগস্ট, ২০২২, ১ year আগে

নূর আলমের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভূমিদস্যু নূর আলমের হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে এক বৃদ্ধা মহিলা সংবাদ সম্মেলন করেন। গত ২৮ আগস্ট (রবিবার) সকাল ১০ টায় সাংবাদিক সংবাদ সম্মেলে লিখিত বক্তব্যে তিনি জানান, সালেহা বেগম উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

তিনি দীর্ঘ ৩০ বৎসর ধরে গোবিন্দপুর মৌজার জে.এল ১২২, খতিয়ান নং-৪৬, বি.এস খতিয়ান ১/১নং বি,এস ৪৯৯৫ দাগের ১১ শতাংশ জমি ভোগ দখলে আছেন। তিনি তার ভোগদখলকৃত জমিতে চায়ের ও ভাতের দোকন দিয়া সংবার পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন।

গত তিন মাস পূর্বে একই গ্রামের আ. রশিদ হাওলাদারের পুত্র ভূমিদস্যু নামে খ্যাত নূর আলম সালেহা বেগমের ভোগদখলকৃত জমিতে থাকা চা ও ভাতের দোকান ভাংচুর চালিয়ে জোর পূর্বকভাবে জবরদখল করে নেয়। শুধু জমি জবর দখল করেই খ্যান্তহননি বরং ভুক্তভোগী সালেহা বেগমের বিরুদ্ধে একের পর এক হয়রানীমুলক মিথ্যা মামলা দিয়েও আসছেন বলে কান্না জড়িত কণ্ঠে জানান তিনি।

ইতিপূর্বে তিনি গত ২৫ মার্চ ২০২১ তারিখে সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ বরাবরে একটি লিখিত অভিগো দায়ের করলেও তার ফলাফল অন্ত:সারশুন্য। একইভাবে তিনি বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করলে বরিশাল জেলা প্রশাসক তার আবেদনের প্রেক্ষিতে গত ১৫ এপ্রিল ২০১৮ তারিখে ৩১.১০.০৬০০.১০৮.৪২.০০৪.১৪-৪৭৯ নং স্মারকের ৮নং ক্রমিকে “ভোগ দখলীয় জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত পাবার আবেদন” সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ বরাবর প্রেরণ করেন।

ওই আবেদনের কারণে ভূমিদস্যু নূর আলম বিভিন্ন প্রকার হামলা, মামলা দিয়ে ভুক্তভোগী সালেহা বেগমকে নি:শান্ত করে দিয়েছে। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

পত্রিকাএকাত্তর /ইমাম হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news