চর কচ্ছপিয়া কো-ইড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

২৬ মার্চ, ২০২২, ২ years আগে

চর কচ্ছপিয়া কো-ইড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

২৬ শে মার্চ মহন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ৪৭নং চর কচ্ছপিয়া কো-ইড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় চর কচ্ছপিয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে এবারের প্রতিযোগিতা বিষয়গুলো বৈচিত্র্যপূর্ণ ছিল। শিক্ষার্থীদের জন্য মোরগ লড়াই, নিজকে বাঁচাও বেলুন ফাটানো, জল ডাঙ্গা, বালিশ অপসারণ, বেত লাফ, দৌড় প্রতিযোগিতা, স্টাম্পে বল নিক্ষেপ, পাখির বাসা, আটা দৌড় ইত্যাদি। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্যাহ হাওলাদার,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কো-অর্ডিনেটর, কো-ইড অফিস চরফ্যাশন মো. রিয়াজ হোসেন, চর মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো.গিয়াস উদ্দিন সাগর, সাবেক ইউ,পি সদস্য ৪নং ওয়ার্ড, মো. মোসলেউদ্দিন মজুমদার, ৪নং ওয়ার্ড ইউ,পি সদস্য আঃ মন্নান জোনাকি, কো-ইড অফিস চরফ্যাশন'র পরিদর্শক এন. এম আলমগির ও এইচ. আবুল কালাম, চর কচ্ছপিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো.মনির হোসেন ফারুক, সদস্য আঃ জলিল এবং জসিম চৌধুরী প্রমুখ।

ক্রিড়া পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারীর প্রধান শিক্ষক এ রহমান, সহকারী শিক্ষক মো. জামাল হোসাইন, মোসা. কামরুন নাহার রীমা ও প্রাক- প্রাঃ তাহেরা আক্তার।

প্রতিযোগিতা শেষ হওয়ার পর প্রধান শিক্ষক, এবং অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। তাঁরা প্রত্যেকেই তাঁদের বক্তব্যে ক্রীড়ার সুফলের দিকটি সুন্দরভাবে উপস্থাপন করেন। ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী দুইটি পর্বই ছিল অত্যন্ত সুবিন্যস্ত।

ক্রীড়ানুষ্ঠানটি সফল করার জন্য অধ্যয়নরত ছাত্র / ছাত্রী এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়।

পত্রিকা একাত্তর / শামছুদ্দিন খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news