জবিতে শরৎ উৎসব উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৪ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

জবিতে শরৎ উৎসব উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যাজেমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে শরৎ উৎসব ১৪২৯ উদযাপন করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় অডিটোরিয়ামে শরৎ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

ম্যাজেমেন্ট স্টাডিজ বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং ম্যাজেমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক মোঃ মিজানুর রহমান। এসময় বক্তারা জানান, বর্ষার পর প্রকৃতিতে একটি শান্ত-স্নিগ্ধ রূপ আবির্ভূত হয়। নদীর দু'পাড়ে বিস্তীর্ণ দিগন্তে শুভ্র কাশফুলের দোলা, গাঢ় নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঘরের আঙ্গিনায় শিউলী ফুলের ঝরে পড়া, খালি পায়ে শিশিরে সিক্ত হওয়া- এসব আমাদের শরতের আগমনের জানান দেয়।

ঋতু বৈচিত্র্যের এ বাংলাদেশের মানুষের উৎসবপ্রিয়তার কারণে এখানকার সংস্কৃতিতে নানা সময় নানা উপাদান যুক্ত হয়েছে। যার মধ্যে অন্যতম হলো এসব ঋতুভিত্তিক উৎসব। এছাড়াও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরৎ বন্দনা করে গান, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে শরৎ উৎসব অনুষ্ঠিত হয়।

পত্রিকা একাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news