ডোমারে এলজিইডি’র চেক বিতরণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৯ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে এলজিইডি’র চেক বিতরণ অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলায় অনুন্নয়ন রাজস্ব বাজেট ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ (এলজিইডি) এর আওতায় নিয়োজিত নারী কর্মীদের সঞ্চয়ের প্রায় ১৪ লাখ টাকা উত্তোলনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯শে আগস্ট) বিকাল ৩টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র আয়োজনে চেক বিতরণী অনুষ্ঠানে অনুন্নয়ন রাজস্ব বাজেট এলজিইডি’র আওতায় নিয়োজিত ১৩ জন নারী কর্মীকে জনপ্রতি ১ লাখ ৭ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এসময় ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এবিষয়ে ডোমার উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ জানান, অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” এর আওতায় নিয়োজিত নারী কর্মীগনের প্রতিজনকে সঞ্চয়ের ১ লাখ ৭ হাজার টাকার চেক দেওয়া এবং প্রত্যেক কর্মীর ব্যাংক হিসাবে ১ হাজার টাকা করে জমা রাখা হয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news