শুভ জন্মদিন মুশফিক আর ফারহান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৮ আগস্ট, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন মুশফিক আর ফারহান

এ প্রজন্মের তরুণ অভিনেতা মুশফিক আর ফারহান। ২০১৬ সালের আগস্টে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর ‘একটি তিন মাসের গল্প’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। যিনি মূলত বাংলা টেলিভিশন নাটক এবং সিরিজে উপস্থিত হন যিনি রেডিও এবং টেলিভিশনে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত। তিনি ২০১৫ সালে রেডিও নেক্সট ৯৩.২ এফএম দিয়ে তার রেডিও ক্যারিয়ার শুরু করেন এবং পরে তিনি অভিনয়ে কাজ শুরু করেন।

আজ এই অভিনেতা ৩৯ তম জন্মদিন। মুসফিক আর. ফারহান বাংলাদেশের বরিশালে ২৮ আগস্ট, ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি তার পরিবারের সাথে ঢাকায় চলে আসেন। তার পিতা মরহুম মোঃ মশিউর রহমান ছিলেন একজন ব্যবসায়ী এবং মা শুইলী আক্তার গৃহিণী। তিনি তার নিজ শহরে স্কুলের পড়াশোনা শেষ করেন এবং তিনি ঢাকার নটরডেম কলেজে অধ্যয়ন করেন। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক।

গত ঈদুল ফিতরে ফারহান অভিনীত ১৭টি এক পর্বের নাটক ও সাত পর্বের একটি ধারাবাহিক নাটক প্রচার হয়। এর বেশিরভাগই পেয়েছে দর্শকপ্রিয়তা। যেমন- ‘বাদলা’ নাটকে তার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। সহজ সরল জীবনের দুনিয়ার চরম বাস্তবতা এই নাটকে ফুটিয়ে তুলেছেন তিনি। এছাড়া ‘ব্লেড’ শর্টফিল্মটিও ঈদে আলোচনায় ছিল। তবে গেল বৈশাখে তার ও পারসা ইভানা অভিনীত ‘এ শহরের পাখিগুলো একা’ ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটির একটি গান রীতিমত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ছোটপর্দার এ তারকা সাবলীল অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শক হৃদয়ে পাকা স্থান করে নিয়েছেন। নিজের কাজ দিয়ে হয়ে উঠেছেন পরিচালকদের আস্থা। কাজ করছেন দেশের প্রথম সারির পরিচালকদের সঙ্গে। ফারহানের নাটক মানেই ইউটিউবে লাখ লাখ ভিউ।

২০১৬ সালে পরিচালক বান্নাহ’র হাত ধরে নাটকে আসা মুশফিক আর ফারহান এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। নাটকের ব্যস্ততা আর দর্শদের ভালোবাসায় উড়ছেন তিনি।

অভিনয় জীবনে বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং বাংলাদেশের আফরান নিশোকে অনুসরণ করেন ফারহান। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিও করেন। গত বছর বই মেলায় ফারহানের ‘লিসেনার ডায়েরি’ নামে একটি বই প্রকাশ হয়েছিলো।

আজ এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news