রাত ৮টার পর দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের জরিমানা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

রাত ৮টার পর দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের জরিমানা

উপজেলার চন্দনাইশ পৌর সদরের নয়াহাট ও চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বাগিচাহাট ও গাছবাড়িয়া এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৯শত টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

আজ শনিবার (২০ আগস্ট) রাত ৮:৩০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এ সময় চন্দনাইশ থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যগন তাকে সহায়তা করেন।

ইউএনও নাছরীন আক্তার বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরেও বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news