গর্ভবতী ও প্রসূতি নারীদের সেবাদান ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৩ আগস্ট, ২০২২, ১ year আগে

গর্ভবতী ও প্রসূতি নারীদের সেবাদান ক্যাম্প অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী ও প্রসূতি নারীদের বিশেষ সেবাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ই আগস্ট) সকাল থেকে চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত গর্ভবতী ও প্রসূতি নারীদের বিশেষ সেবাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন—১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালু সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, মিডওয়াইফবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত), স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও এমএইচভিবৃন্দ। কার্যক্রমে সেবাগ্রহীতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সেবা নিতে আসা নাসিমা বেগম নামে এক নারী জানান, বাচ্চা প্রসবের পর চিলাহাটি থেকে ডোমার গিয়ে চেক-আপ সহ অন্যান্য সমস্যা নিরসন করতে ডোমার যাওয়া কষ্টসাধ্য। কারণ দুরত্ব প্রায় কুড়ি কিলোমিটার। নিজ এলাকা চিলাহাটিতেই এমন সেবা প্রদান করতে অনুষ্ঠিত কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করায় স্বাস্থ্য সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, উপজেলার দশটি ইউনিয়নের গর্ভবতী ও প্রসূতি নারীদের মাঝে সেবাদান কার্যক্রম অর্থাৎ এএনসি ও পিএনসি ক্যাম্পেইন চলমান থাকবে। সেবা গ্রহীতাদের কষ্ট লাঘবে প্রত্যেক ইউনিয়নে এমন কার্যক্রম করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news