ডোমারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ–২০২২ পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ–২০২২ পালিত

“মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে, শিক্ষা ও সহযোগিতা হবে বাড়াতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ–২০২২’।

রবিবার (৭ই আগস্ট) সকালে উপজেলার ডোমার সদর ইউনিয়নে ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের আয়োজনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে বক্তব্য রাখেন—ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের ডোমার শাখার সিএইচবিএ নারগিছ আক্তার।

এসময় আরও বক্তব্য রাখেন—প্রকল্পের সিএইচডাব্লিউ নাসরিন আক্তার, লতা রাণী, সমাপ্তি আক্তার, জয়ন্তি রাণী, রাহানা বেগম, এইচবিএ সুমনা আক্তার প্রমুখ।

এবিষয়ে ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা বলেন, ডোমার উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারীদের নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়েছে। গত ১লা আগস্ট থেকে শুরু হয়ে আজ কার্যক্রমটির সমাপ্ত করা হলো।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news