আজ মার্কিন অভিনেত্রী হিলারি সোয়াঙ্কের জন্মদিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩০ জুলাই, ২০২২, ১ year আগে

আজ মার্কিন অভিনেত্রী হিলারি সোয়াঙ্কের জন্মদিন

হিলারি অ্যান সোয়াঙ্ক হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি দুটি একাডেমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার, দুটি ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন।

আজ তার জন্মদিন সোয়াঙ্ক ১৯৭৪ সালের ৩০শে জুলাই নেব্রাস্কার লিংকন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা স্টিভেন মাইকেল সোয়াঙ্ক ছিলেন ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডের চিফ মাস্টার সার্জেন্ট এবং মাতা জুডি কে (জন্মনাম: ক্লাউ) ছিলেন অফিস সহকারী ও নৃত্যশিল্পী। সোয়াঙ্কের ভাই ড্যানিয়েল তার আট বছরের বড়।

সোয়াঙ্কের পরিবারের অনেক সদস্যরা আইওয়ার রিংগোল্ড কাউন্টিতে বসবাস করতেন।তার নানী ফ্রান্সেস মার্থা ক্লাউ (জন্মনাম: ডোমিনগেজ) মেক্সিকান বংশোদ্ভূত, তিনি ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোতে জন্মগ্রহণ করেছিলেন।সোয়াঙ্কের দাদী ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন; তার পূর্বপুরুষগণ জার্মান, ইংরেজ, সুইস-জার্মান, স্কটিশ, স্কটস-আইরিশ, ওয়েলসীয় এবং ওলন্দাজ বংশোদ্ভূত ছিলেন। তার বংশনাম "সোয়াঙ্ক" মূলত "শোয়েঙ্ক", যা জার্মান ভাষা হতে এসেছে।

সোয়াঙ্কের যখন ছয় বছর বয়স, তখন তার পরিবার ওয়াশিংটনের স্পোকান থেকে ওয়াশিংটনের বেলিংহামের লেক সামিশের পার্শ্ববর্তী ট্রেইলার পার্কে চলে যায়। তিনি হ্যাপি ভ্যালি এলিমেন্টারি স্কুল, ফেয়ারহেভেন মিডল স্কুল এবং পরে ১৬ বছর বয়স পর্যন্ত বেলিংহামের সেহোম হাই স্কুলে পড়াশোনা করেন।

তিনি সাতারে জুনিয়র অলিম্পিকস ও ওয়াশিংটন স্টেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন এবং রাজ্যে তিনি সকল জিমন্যাস্টে পঞ্চম স্থান অর্জন করেন। সোয়াঙ্ক নয় বছর বয়সে প্রথম মঞ্চে কাজ করেন। তিনি দ্য জাঙ্গল বুক নাটকে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।

সোয়াঙ্কের চলচ্চিত্রে অভিষেক হয় বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ১৯৯৪ সালে দ্য কারাতে কিড চলচ্চিত্র ধারাবাহিকের চতুর্থ কিস্তি দ্য নেক্সট কারাতে কিড দিয়ে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।

১৯৯৭-৯৮ সালে তিনি টেলিভিশন ধারাবাহিক বেভারলি হিলস ৯০২১০-এর অষ্টম মৌসুমে কার্লি রেনল্ডস চরিত্রে অভিনয় করেন। সোয়াঙ্ক ১৯৯৯ সালে জীবনীমূলক চলচ্চিত্র বয়েজ ডোন্ট ক্রাই-এ অভিনয় করে সমাদৃত হন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

২০০৪ সালে তিনি ক্লিন্ট ইস্টউড পরিচালিত ক্রীড়া নাট্যধর্মী মিলিয়ন ডলার বেবি চলচ্চিত্রে ম্যাগি ফিট্‌জেরাল্ড চরিত্রে অভিনয় করে দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

তিনি দ্য গিফট (২০০০), ইনসোমনিয়া (২০০২), দ্য কোর (২০০৩), আইরন জড অ্যাঞ্জেলস (২০০৪), রেড ডাস্ট (২০০৪), দ্য রিপিং (২০০৭), পি. এস. আই লাভ ইউ (২০০৭), ফ্রিডম রাইটার্স (২০০৭), দ্য হোমসম্যান (২০১৪) ও লোগান লাকি (২০১৭) ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ২০১৮ সালে তিনি এফএক্স চ্যানেলের ধারাবাহিক ট্রাস্ট-এ ডোনাল্ড সাদারল্যান্ডের বিপরীতে অ্যাবিগেল হ্যারিস গেটি চরিত্রে অভিনয় করেন।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news