ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ডোমারের নুর আলম

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ জুলাই, ২০২২, ১ year আগে

ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ডোমারের নুর আলম
নুর আলম

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ডোমারের কৃতি সন্তান নুর আলম। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষাতেও অপেক্ষমান মেধাতালিকায় স্থান করে নেয় সে।

সোমবার (৪ঠা জুলাই) প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ‘ক’ ইউনিটে ৫৬২ তম স্থান অধিকার করে নুর আলম। এছাড়া বুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফলে মেধাতালিকায় (অপেক্ষমান) জায়গা করে নেওয়া নুর সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের ছাত্র ছিল।

নুর আলম ২০০২ সালের ৯ই ডিসেম্বর নীলফামারীর ডিমলা উপজেলায় জন্মগ্রহণ করে। তার পিতা শাহ আলম ও মাতা ফরিদা বেগম। তবে বাবার চাকুরির সুবাদে ছোটবেলা থেকে ডোমারেই বড় হওয়া তার।

২০১৯ সালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ২০২১ সালে সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করে নুর আলম।

দেশসেরা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নুর আলম তার অনুভূতি প্রকাশ করে বলেন, অনেক ইচ্ছা ছিল বুয়েটে পড়ার। কিন্তু মেধাতালিকায় পিছনে থাকার ফলে এখন ঢাবি’র কম্পিউটার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে চাই। ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা এবার সত্যি হওয়ায় আমি অনেক আনন্দিত।

উল্লেখ্য, তার এই সাফল্যে এলাকাবাসী, পরিবার, শিক্ষক মহল ও সহপাঠীরা আনন্দ প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news