নির্মাণাধীন অরক্ষিত কালভার্টে পড়ে প্রাণ গেলো যুবকের

নীলফামারী জেলা প্রতিনিধি

৫ জুন, ২০২২, ১ year আগে

নির্মাণাধীন অরক্ষিত কালভার্টে পড়ে প্রাণ গেলো যুবকের
প্রতিটি ছবি

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে নির্মাণাধীন অরক্ষিত কালভার্ট থেকে অন্ধকারের কারণে সাইকেল সহ পড়ে গিয়ে আনু হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

গতকাল শনিবার (৪ঠা জুন) রাত ৯টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া থেকে বটতলী বাজার সড়কের আবদুল আজিজ'র হাঁসের খামারের পাশে ডাঙ্গির দোলা নামক স্থানের নির্মাণাধীন অরক্ষিত কালভার্টে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনু হোসেন (৩৫) হরিণচড়ার দোলাপাড়া এলাকার ইদ্রিস আলীর সন্তান। তিনি পেশায় দিন মুজুর। দুর্ঘটনার খবর পেয়ে ডোমার থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে। স্থানীয়রা জানান, নিহত আনু মিয়া বটতলী বাজারের সার ব্যাবসায়ী শাহীনুরের দোকানে হালখাতা খেয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে রাতের আঁধারে দেখতে না পেয়ে নির্মাণাধীন অরক্ষিত কালভার্টে বাইসাইকেল সহ পড়ে গিয়ে ঘটনা স্থলে মারা যান।

এলাকাটির এই সড়কে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। কিন্তু কোন বিপদজনক সংকেত বা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়নি। চারিদিকে অন্ধকার থাকায় পথচারীরা রাতে চলাচলে বুঝতে পারে না এখানে একটি মৃত্যুর ফাঁদ রয়েছে।

আনু হোসেনের মৃত্যুর আগেও বেশ কয়েকজন কালভার্টে পড়ে আহত হয়েছে। কিন্তু সেখানে তার পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। নির্মিতব্য অরক্ষিত কালভার্টে পড়ে গিয়ে যুবকের নিহত হওয়ার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা।

এই বিষয়ে ওই ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলম জানান এটি (এলজিএসপি) প্রকল্পের নির্মানাধীন ইউড্রেন, এই কাজ কে করতেছে জানতে চাইলে বলেন আমাদের পরিষদে মিটিং হয়েছে চেয়ারম্যান নিজেই কাজটি করবেন বলে কোন কমিটি করে দেননি উনি নিজেই কাজটি করতেছে, তাই এ ব্যাপারে আমি কিছুই জানিনা। এলাকাবাসী ও নিহতের পরিবার দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।

পত্রিকা একাত্তর /সাহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news