ডোমারে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২২ মে, ২০২২, ১ year আগে

ডোমারে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন

বিভাগ থেকে ইউনিয়ন পর্যায় অব্ধি কল সেন্টারের মাধ্যমে অনলাইন এবং ডাকযোগে ভূমি সেবাকে গুরুত্ব দিয়ে পাঁচ দিন ব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ’ এর আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমারে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২শে মে) দুপুর ৩টায় ডোমার উপজেলা ভূমি অফিস চত্বরে ‘ভূমি সেবা সপ্তাহ’ এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, সাব-রেজিস্টার মাহফুজার রহমান, বন কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, সাধারণ মানুষ যেন কোনোপ্রকার হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের এই সেবা সপ্তাহ উপলক্ষ্যে ভূমি সেবা এখন ডিজিটাল হয়ে গেছে। তাই মানুষ ভূমি অফিসে না এসেও ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। সেবা সপ্তাহ আগামী ২৩ মে পর্যন্ত চলমান থাকবে। এবার ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা ও ডাকযোগে ভূমিসেবা বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের ভূমি সেবা সপ্তাহের বিশেষ সেবা সমূহ হলো—ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মাঝে বন্দোবস্তোকৃত ভূমির কবুলিয়ত এবং দলিল হস্তান্তর, ডিসিআর ও খতিয়ান প্রদান।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news