শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৪ মার্চ, ২০২২, ২ years আগে

শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’ এর ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪শে মার্চ) ডোমার বাজার বাটার মোড় সংলগ্ন ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’ প্রাঙ্গনে শুরু হয় ভোটগ্রহণ। পাঠাগারের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ২২৭ জন আজীবন সদস্যই ভোটার হিসেবে ভোট প্রদান করছেন।

এরই মধ্যে ভোট দিয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভোটাররা জানান, বেশ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থী ও ভোটারদের মিলনমেলা বলা যায় এটিকে। ঐতিহ্যবাহী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন একটি যুগান্তকারী প্রতিষ্ঠান। যার রয়েছে অনবদ্য ভূমিকার এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রতিযোগিতা হোক, কিন্তু প্রতিহিংসা চাই না আমরা।

উল্লেখ্য, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন প্রার্থীরা।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news