patrika71 Logo
ঢাকাশুক্রবার , ৯ এপ্রিল ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নব সৃজনী খেলাঘর আসর এর উদ্যোগে মাস্ক বিতরণ

পত্রিকা একাত্তর ডেক্স
এপ্রিল ৯, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ad

জাতীয় শিশু কিশোর সংগঠন নব সৃজনী খেলাঘর আসর এর উদ্যোগে রামুতে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ ০৯/০৪/২০২১ ইং সকাল ১০ টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার সামনে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

নব সৃজনী খেলাঘর আসর এর সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়ার সঞ্চলনায় এসময় সামাজিক দূরত্ব মেনে পথচারীদের উদ্দেশ্যে জনসচেতনতামমূলক বক্তব্য রাখেন নব সৃজনী খেলাঘর আসর এর সভাপতি ও খেলাঘর জাতীয় পরিষদ সদস্য মৃনাল বড়ুয়া, এম.ইউপি লিটন বড়ুয়া, দরিয়া খেলাঘর আসর এর সভাপতি মিনা মল্লিক, নব সৃজনী খেলাঘর আসর এর সহ সভাপতি সুরেশ বড়ুয়া বাঙালী, সাংস্কৃতিক সম্পাদক নিরুপমা বড়ুয়া বেবী, মহিলা সম্পাদক পলি বড়ুয়া, অর্থ সম্পাদক কাজল বড়ুয়া, রম্য খেলাঘর আসর এর সভাপতি বিপুল বড়ুয়া আব্বু, ত্রিদিপ খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শর্মা একুশ, হিমছড়ি খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, রম্য খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম, দরিয়া খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক সজল দে সহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, অর্ক বড়ুয়া, নব সৃজনী খেলাঘর আসর এর সদস্য জিতময় বড়ুয়া, তনয়, হিমু, মিমান, রানা, অনিক, অভিপ্সা বড়ুয়া মেঘলা, অদ্রিজা তুপা, শতরুপা বড়ুয়া, প্রবাহিকা বড়ুয়া মেধা সহ নব সৃজনী খেলাঘর আসর এর নেতৃবৃন্দ।

রিপন বড়ুয়া/

ad