patrika71 Logo
ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু: মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৬

পত্রিকা একাত্তর ডেক্স
আগস্ট ২৫, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ad

শেরপুরে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৯৩ শতাংশ। নতুন করে আরো ২৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪৫১জনে। শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ।

২৫ আগস্ট বুধবার সকাল ১০ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুর জেলা সদর হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। অপরদিকে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো ৮৮ টি নমুনার মধ্যে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ১০ জন, শ্রীবরদী উপজেলায় ৩ জন, নালিতাবাড়ী উপজেলায় ৭ জন, নকলা উপজেলায় ১ জন ও ঝিনাইগাতী উপজেলায় ৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ২৩ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪২ জন। জেলা সদর হাসপাতাল কোভিড ইউনিটে ১৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ২৫ জন ভর্তি আছেন।

হারুনুর রশিদ: শেরপুর প্রতিনিধি।

ad