patrika71 Logo
ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জয়তুন হাসপাতালে উন্নত মানের চিকিৎসা পেয়ে প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা

পত্রিকা একাত্তর ডেক্স
আগস্ট ২৫, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ad

রংপুর জেলার অধিনে জয়তুন হাসপাতালে সু চিকিৎসা পেয়ে সকলেই প্রশাংশা করতেছে সংশ্লিষ্টদের প্রতি।

রংপুর জেলা, ইসলামবাগ, আর কে রোড, বাসা নং-৩৭, রোড নং- ০২, রংপুর।

জয়তুন হাসপাতালের চেয়ারম্যান ও পরিচাললক মোঃ আনিচুর রহমান (আনিচ) বলেন: আমাদের এটি একটি অত্যাধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রতিষ্টান।

হাসপাতালের প্রধানকে জিঙ্গাসা করলে তিনি বলেনঃ আমার হাসপাতালের বৈশিষ্ট্যসমুহ-

১: শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক অপারেশন থিয়েটার।

২: স্বাস্হ্যন্মত নিরিবিলি পরিষ্কার পরিছন্ন পরিবেশ।

৩: জেনারেল কেবিন ও জেনারেল ওয়ার্ড।

৪: কনসালটেশন সেন্টরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা।

৫: মহিলা ডাক্তার দ্বারা কম খরচে নরমাল ডেলিভারির ব্যবস্থা ।

৬: অক্সিজেন ও সাকশন ব্যবস্হা এবং নেবুনাইজার এর ব্যবস্হা।

৭: ২৪ ঘণ্টা এ্যাম্বুলেন্স সুবিধা ও নিজস্ব মেডিসিন সেন্টার ।

৮: ডায়াগনস্টি্ক সেন্টারে ডিজিটাল এক্স – রে, কালার আল্ট্রাসনোগ্রাম সহ সকল প্রকার প্যাথলজি পরীক্ষার সু-ব্যবস্হা।

৯: পার্থরর , পাইলস ও পায়ু পথ , থাইরয়েড সার্জারী , ব্রেস্ট সার্জারী, র্শিশু সার্জারী, সার্জারী, জেনারেল সার্জারী, গাইনী, নাক- কান-গলা সহ সব ধরনের অপারেশন ও চিকিৎসার সুব্যবস্থা।

এ ব্যাপারে কয়েকজনকে প্রশ্ন করা হলে তারা সবাই প্রশাংশা করেছে জয়তুন হাসপাতালের।

মোঃআবু তালেব, স্টাফ রিপোর্টার।

ad