সরকারি হাসপাতাল USTC'তে রোগীকে ভুল চিকিৎসা প্রধান

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

সরকারি হাসপাতাল USTC'তে রোগীকে ভুল চিকিৎসা প্রধান

বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত ইউএসটিসি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এক রোগীর প্রতি ভুল চিকিৎসার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন গিয়ে ভুক্তভোগীর পরিবারের বক্তব্যে জানা যায়জুন মাসে পেটের ব্যাথাজনিত রোগে পরিবারের সাথে চিকিৎসা নিতে আসেন চাঁদপুরের শাহরাস্তি থানা এলাকার আমির হোসেনের পুত্র নুরনবী(৩২)

হাসপাতালে ভর্তির একসপ্তাহ পরেই নুরনবীর অবস্থা আশংকাজনক বলে জরুরি অপারেশনের সিদ্ধান্ত দেন চিকিৎসক। অপারেশনের পর পরই চিকিৎসকের গাফিলতিতে তার পেটের নাড়ীভুঁড়ি ছিড়ে যায় এবং চিকিৎসায় অবহেলা রয়েছে বলে অভিযোগ তুলেন তার পরিবারের সদস্যরা।

এমনকি অপারেশন পরবর্তী রোগীর প্রকৃত রোগ কি জানতে চায়লে এবং ফাইল পত্র দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তা দেখাতে অস্বীকৃতি জানান। রোগীর অপারেশন পরবর্তী ড্রেসিং ও খোঁজ খবরে গাফিলতি প্রদর্শন করেন।

এদিকে রোগীর পরিবারের এমন অভিযোগ সত্য নয় বলে দাবি হাসপাতালের দায়িত্বে থাকা সার্জারী বিভাগের এই চিকিৎসক। অধ্যাপক ডাঃ মোঃ বদিউল আলম, বাদল এমবিবিএস, এম এস (সার্জারী), ইউএসটিসি হাসপাতাল।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগে চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছিলো জাহাঙ্গীর নামের এক ভুক্তভোগী পরিবার।

ডাক্তারদের অবহেলা নাকি স্বজনদের মিথ্যাচার তা খতিয়ে দেখার দাবি সংশ্লিষ্টদের। কোন রোগীই যাতে ভুল চিকিৎসা কিংবা অবহেলার শিকার না হোন, এমনটাই দাবি ভুক্তভোগী ও সচেতনমহলের।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news