গুরুদাসপুরে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

২৪ জুন, ২০২২, ১ year আগে

গুরুদাসপুরে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরের গুরুদাসপুরে ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ ওই কর্মসুচি পালন করে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মো. শাহনেওয়াজ আলীর নেতৃত্বে একটি বিশাল র‌্যালি গুরুদাসপুর পৌর এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে চাঁচকৈড় বাজার আমজাদ স্মৃতি গেট সংলগ্ন চৌরাস্তায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মো. আনিসুর রহমান। আলোচনা সভাটি বিশাল জনসভায় পরিনত হয়।

নৌকার বিপক্ষে ভোট করা এবং সংগঠন পরিপন্থী কর্মকান্ড করার অভিযোগ তুলে বক্তারা জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস এমপির কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন।

আয়োজিত ওই জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মাদ আলী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদাক মো. শাহনেওয়াজ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক আনিসুর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা আহম্মেদ আলী মোল্লা, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী, মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সুজা, আওয়ামীলীগ নেতা প্রভাষক মো. হেলাল উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো. আব্দুল বারী। সভা শেষে চাঁচকৈড় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং কেক কেটে আওয়ামীলীগ নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসবের সমাপ্তি টানেন।

পত্রিকাএকাত্তর /সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news