নৃত্য দিয়ে অস্ট্রেলিয়ায় মঞ্চ মাতালেন প্রিয়াংকা জামান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১১ জুন, ২০২২, ১ year আগে

নৃত্য দিয়ে অস্ট্রেলিয়ায় মঞ্চ মাতালেন প্রিয়াংকা জামান

ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার আয়োজনে বাংলাদেশের তারকা শিল্পীদের পরিবেশনায় মেলবোর্নে অনুষ্ঠিত নৃত্য পরিবেশন করে মঞ্চ মাতালেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান।

তাহসান খান, এমডি শুভ এবং প্রিয়াংকা জামান বাংলাদেশের জনপ্রিয় তিন তারকা শিল্পীর পরিবেশনায় ৪ জুন ২০২২ শনিবার মেলবোর্নের হপার ক্রসিং ড্রিম বিল্ডার্স মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘অলব্রাইট প্রেজেন্টস এ রোমান্টিক নাইট উইথ তাহসান খান’ শিরোনামে একটি মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলবোর্ন প্রবাসী বাংলাদেশীরা দীর্ঘদিন পর করোনা পরিস্হিতির লকডাউন ও নানান বিধি নিষেধ মুক্ত হয়ে মেলবোর্ন শহরে বাংলাদেশ থেকে আমন্ত্রিত তারকা শিল্পীদের পরিবেশনায় লাইভ কনসার্ট উপভোগ করল। অনুষ্ঠানের মূল আকর্ষন হিসেবে পরিবেশনা করেন রোমান্টিক গানের জনপ্রিয় তারকা তাহসান খান।

জানতে চাইলে ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার ট্রেজারার জনাব ফাইজুল ইসলাম বলেন,কোভিড১৯ লকডাউন ও বিধি মুক্ত উন্মুক্ত পরিবেশে মেলবোর্নের সংগীতানুরাগীদের দীর্ঘ দিনের জমে থাকা একটি পিপাসা আজ পরিপূর্ন ভাবে মিটল। তাহসান খানের বিপুল পরিমান ভক্ত মেলবোর্নে বসবাস করেন।

দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন তাহসান। নবীন উদিয়মান তারকা শিল্পী এমডি শুভ প্রথমবারের মত অস্ট্রেলিয়া তথা মেলবোর্নে পারফর্ম করেন এবং দর্শক হৃদয় জয় করে নিতে সক্ষম হন। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামানের নৃত্য পরিবেশনা ভিন্ন মাত্রা যোগ করে অনুষ্ঠানটিতে।

প্রতিষ্ঠিত তারকা শিল্পীদের পরিবেশনা কমিউনিটির সবাই মিলে উপভোগ করার পাশাপাশি বাংলাদেশের নতুন শিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশী শিল্পীদের পাশে থাকবে এবং ভবিষ্যতে এধরনের আয়োজন অব্যাহত রাখবে।

ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জনাব তৌহিদ পাটোয়ারী, ভাইস প্রেসিডেন্ট ওমর নাফিজ এবং জেনারেল সেক্রেটারি জ্যাকরুফ চৌধুরি একই প্রত্যয় ব্যক্ত করেন।

ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জনাব তৌহিদ পাটোয়ারী আরো জানান, ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়া আয়েজিত ‘ওয়েসিস একাউন্টিং মিউজিকাল নাইট উইথ মেলডি কিং’ শিরোনামে মেলবোর্নে অনুষ্ঠিত লাইভ কনসার্টটি কিংবদন্তী গায়ক এন্ডু কিশোরের জীবনের শেষ পেশাদার শো ছিল।

আমরা তখনও নবীন শিল্পী রন্টি দাশ এবং ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবা রহমানকে এন্ডু কিশোরের পাশাপাশি পরিবেশনার জন্য আমন্ত্রন জানিয়ে ছিলাম। বাংলাদেশের প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীদের জন্য যথাযথ সম্মান ও সুযোগ সৃষ্টি করতে টিম ক্রিয়েটিভ সব সময় একটিভ থাকবে।

ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার জেনারেল সেক্রেটারি জনাব জ্যাকরুফ চৌধুরী জানান, এ ধরনের ইভেন্ট আয়োজন আমাদের জন্য একটি স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ড। তবে অনুষ্ঠানের দিন শিল্পী ও দর্শকদের মুখে তৃপ্তির হাসি ফুটলে আমরা আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে করি।

এট ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট, উই ক্রিয়েট, ইউ সেলিব্রেট! কমিউনিটির সকলের সার্বিক সহযোগীতা থাকে বলেই আমরা এ ধরনের বড় আয়োজনগুলো সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হই। আমরা টিম ক্রিয়েটিভের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news