সোনারায়ে প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা ক্যাম্পের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১১ জুন, ২০২২, ১ year আগে

সোনারায়ে প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা ক্যাম্পের উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গর্ভবতী নারীদের প্রসবপূর্ব ও প্রসবোত্তর (এএনসি ও পিএনসি) সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ই জুন) সকালে উপজেলার ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের প্রসবের আগে ও পরে সেবা কার্যক্রম পরিচালনার নিমিত্তে গঠিত সেবা ক্যাম্পের উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী। সেবা ক্যাম্প নির্মাণে সার্বিক সহযোগিতা করেন সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ইউপি সদস্যবৃন্দ।

ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মীর বাস্তবায়নে প্রতিষ্ঠিত গর্ভবতী নারীদের প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা ক্যাম্পে চেকআপ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং মিডওয়াইফবৃন্দ।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news