শুভ জন্মদিন চিত্রনায়িকা নিপুণ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৯ জুন, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন চিত্রনায়িকা নিপুণ

ঢাকাই সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের আজ জন্মদিন। ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিলেন এই অভিনেত্রী। ১৯৮৪ সালের ৯ জুন নিপুণের জন্ম হয়েছিল কুমিল্লার জালগাঁওয়ে। ২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। অভিনয় প্রতাপে বিনোদনামোদী দর্শকদের মাতিয়ে রেখেছেন একই ঐকতানে। নিপুণ অভিনীত প্রথম ছায়াছবির নাম ‘রত্নগর্ভা মা’, যদিও আজও মুক্তি পায়নি সিনেমাটি। সে হিসেবে তার অভিনীত ‘পিতার আসন’ সিনেমাটিকেই মুক্তি আমরা তাঁর প্রথম কাজ হিসেবে ধরে নিতে পারি

গুণী এই অভিনেত্রীর ৩৯তম জন্মদিনে তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী তারকারা। নায়িকার সঙ্গে তোলা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন।

উচ্চমাধ্যমিকের পর তিনি ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। মস্কোতে নিপুন ২০০৪ পর্যন্ত পড়ালেখা করেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অভিনয়ের পাশাপাশি নিজস্ব একটি পার্লার পরিচালনা করেন তিনি। টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি।

নিপুণ অভিনীত সিনেমাগুলো হচ্ছে- ‘পিতার আসন’, ‘রিকশাওয়ালার প্রেম’, ‘আমার প্রাণের স্বামী’, ‘বাবার কসম’, ‘মেয়ে অপহরণ’, ‘বাবার জন্য যুদ্ধ’, ‘বড় ভাই জিন্দাবাদ’, ‘পাওয়ার’, ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘বড়লোকের জামাই’, ‘কোটি টাকার ফকির’, ‘চাঁদের মত বউ’, ‘শুভ বিবাহ’, ‘রিটার্ন টিকিট’, ‘বন্ধু মায়া লাগাইছে’, ‘বোনের জন্য যুদ্ধ’, ‘ঠেকাও আন্দোলন’, ‘আইন বড় না সন্তান বড়’, ‘মা বড় না বউ বড়’, ‘ভালবাসার শেষ নেই’, ‘অবুঝ বউ’, ‘বড়লোকের দশদিন গরিবের একদিন’, ‘বাপ বড় না শশুর বড়’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘গরিবের মন অনেক বড়’, ‘দুই পুরুষ’, ‘বস নাম্বার ওয়ান’, ‘আদরের জামাই’, ‘মারুফের চ্যালেঞ্জ’, ‘বাজারের কুলি’, ‘তুমি আসবে বলে’, ‘আত্মদান’, ‘হঠাৎ সেদিন’, ‘ঢাকার কিং’, ‘শিউলিমণি’, ‘অন্তর্ধান’, ‘এইতো ভালোবাসা’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’, ‘পদ্মা পাড়ের পার্বতী’, ‘মায়ের মমতা’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘এক কাপ চা’, ‘কাছের শত্রু’, ‘একাত্তরের মা জননী’, ‘স্বর্গ থেকে নরক’, ‘কার্তুজ’, ‘লাভ’, ‘জলরং’, ‘মায়ানগর’, ‘পদ্ম পাতার জল’ , ‘শোভনের স্বাধীনতা’, ‘পরিচয়’, ‘তবুও তুমি আমার’, ‘আপোষহীন’।

তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সাজঘর চলচ্চিত্রের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। তারপর ২০০৯-এ চাঁদের মতো বউ চলচ্চিত্রে অভিনয় করে দ্বিতীয়বার অর্জন করেন এই পুরস্কার।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news