দশমিনায় ইফতার মাহফিলে সংঘর্ষ আহত-১২

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২ মে, ২০২২, ১ year আগে

দশমিনায় ইফতার মাহফিলে সংঘর্ষ আহত-১২

দশমিনা উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের উদ্দ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এবং দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১২ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের রক্তাক্ত অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ইফতার মাহফিল পন্ড হয়ে যায়।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, আজ রোববার দশমিনা উপজেলাআওয়ামীলীগের অঙ্গ সংগঠন উপজেলা মহিলাআওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ, তাতীলীগ, মৎস্যজীবীলীগ. যুব মহিলালীগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্দ্যেগে দশমিনা উপজেলা সদরের বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দশমিনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন।

ইফতার মাহফিলে উপস্থিত প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকেল ৫ টায় ইফতার মাহফিল শুরুর কিছুক্ষনের মধ্যে মঞ্চে বসা ও নাম ঘোষনা নিয়ে এমপি ও সাধারন সম্পাদকের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় অর্ধশতাধিক চেয়ার ভাংচুর করা হয়, এসময় অনুষ্ঠানস্থলে আতংক ছড়িয়ে পরে, মাঠে উপস্থিত নেতাকর্মীরা দিকবেদিক ছোটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে মৃদ্যু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আবারো সংঘর্ষের আশংকায় উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হচ্ছেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমীন মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী শাকিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রেজাউল করিম, যুবলীগ নেতা ইব্রাহিম প্যাদা, মোঃ আবু সায়েম, রনগোপালদী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি হেলাল গাজী, দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি জাকির হোসেন, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি বেল্লাল হোসেন, দশমিনা সরকারী আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা জাবের হোসেন রাজ, সেচ্ছা সেবকলীগ নেতা নুরুল আমীন খান ও আলাল গাজী।

গুরুতর আহত অবস্থায় উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আল আমীন মুন্সিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যান্য আহতদের দশমিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন বলেন, দলে অনুপ্রবেশকারী সুবিধাভোগীরা ত্যাগী ও পরিক্ষিত আওয়ামী অংগ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি আরো বলেন আজকের ঘটনা ঐক্যবদ্ধ আওয়ামীলীগে ফাটলের সামিল।

সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, আমার কোন গ্রুপ নাই। আমি অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার আগেই আওয়ামীলীগে অনুপ্রবেশকারীরা দলে ফাটল ধরাতে হামলা সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া বলেন, সংঘর্ষের ঘটনা কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে এবং উভয় পক্ষের সাথে কথা বলেছি তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আর কোন সংঘর্ষে জড়াবেন না।

পত্রিকা একাত্তর /মোঃ আসাদুল মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news