বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মজনু’র ১ম মৃত্যুবার্ষিকী আজ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৬ এপ্রিল, ২০২২, ১ year আগে

বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মজনু’র ১ম মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক, মাটিতে মুদ্রণের প্রতিষ্ঠাতা, গোলাম আজিজ ও জয়নব নাহার ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম গোলাম কিবরিয়া মজনু (গগণ তানু) এর ১ম মৃত্যুবার্ষিকী আজ।

নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী চিকনমাটি (ধনীপাড়া) গ্রামে তেভাগা আন্দোলনের অন্যতম নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কৃষক নেতা গোলাম আজিজের ৩য় পুত্র গোলাম কিবরিয়া মজনু। গত ২০২১ সালের ২৬শে এপ্রিল রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ছাত্রজীবনে তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি এলাকার যুবকদের সংগঠিত করে প্রশিক্ষণ গ্রহণের জন্য ভারতে প্রেরণ করেন। গোলাম কিবরিয়া মজনু পেশায় একজন সাংবাদিক এবং লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন।

উত্তরবঙ্গের এই কৃতি সন্তানের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছে ডোমারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর মৃত্যুবার্ষিকীতে পত্রিকা একাত্তরের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news