আসমানখালি বাজারে দুটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৯ এপ্রিল, ২০২২, ১ year আগে

আসমানখালি বাজারে দুটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  জরিমানা

উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। আলমডাঙ্গার আসমানখালি বাজারের মেসার্স বিশ্বাস ফুডস এর মিষ্টির কারখানা। পুরো কারখানাই একটা দুর্গন্ধের নর্দমা, মশা-মাছি আর ময়লা নর্দমায় পোকা কিলবিল করে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে খুব সুন্দর ডেকোরেশন করা দোকানে বিক্রয় করছেন। অথচ বাজারের উপরেই এই কারখানায় বাইরের কাউকে ঢুকতে দেয়া হয়না। এটা সাধারণ ভোক্তাদের সাথে চরম প্রতারণা।

আজ ০৯ এপ্রিল ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে দেখা যায় এমন চিত্র।

প্রতিষ্ঠানটির মালিক মোঃ হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ৭ দিনের জন্য কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অপর একটি মিষ্টান্ন প্রতিষ্ঠানের মালিক প্রবোধ কুমার সাহাকে ৫,০০০/- টাকা জরিমানাসহ অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে মোট ৫৫,০০০/- টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতায় ছিলেন আসমানখালি ক্যাম্পের একদল পুলিশ সদস্য। জনস্বার্থে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর/মোঃ তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news