তালায় মুড়াকলিয়া পল্লীতে অবৈধভাবে বালু উত্তোলন

বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

৯ মার্চ, ২০২২, ২ years আগে

তালায় মুড়াকলিয়া পল্লীতে অবৈধভাবে বালু উত্তোলন

সাতক্ষীরা তালা উপজেলার ৬ নং সদর ইউনিয়ান পরিষদের ৪ নং ওায়র্ডের মুড়াকলিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গিয়েছে ।

অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যায় মুড়াকলিয়া গ্রামের সাবেক ইউ পি মেম্বার আব্দুল গফুর সরদারের ছোট ছেলে মহাসিন সরদার অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ সময় ঘটনাস্হলে মহাসিনকে পাওয়া যায় নি।তবে শ্রমিকরা জানান আমরা মহাসিন এর নির্দেশে বালু উত্তোলন করছে বলে জানান।

মহাসিন এলাকার বিভিন্ন মানুষের জমি হারি নিয়ে মৎস্য চাষ করে আসছে। এবং একই জমিতে জমির মালিকগণ ধান চাষ করে থাকে। কিন্তুু অতিরিক্ত মুনাফা লাভের জন্য সেই ধান চাষের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।যার ফলে চাষের জমি মারাত্মক হুমকির মধ্যে পতিতো হচ্ছে। এছাড়া আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এমতাবস্থায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

পত্রিকা একাত্তর/ মিলন গোলদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news