ইবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৮ মার্চ, ২০২২, ২ years আগে

ইবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে সকাল দশটায় "সিজদাহ এর বৈজ্ঞানিক তাৎপর্য ও মনস্তাত্ত্বিক প্রভাব: একটি পর্যালোচনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. এইচ.এ.এন.এম. এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রহমান আনওয়ারী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমি টুয়েন্টি ওয়ান এর এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং যুক্তরাজ্যের মেন্টাল হসপিটালের সাবেক ডেপুটি ম্যানেজার জিয়াউল হক।

প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোছাইন এবং অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।

পত্রিকা একাত্তর/ সামী আল সাদ আওন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news