রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল

৫ মার্চ, ২০২২, ২ years আগে

রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ১১৮৯'র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ স্থানীয় প্রশাসন ও

সুধীজনরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকসহ ৭ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪টি পদে ভোট গ্রহন হয়। চারটি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আল আমিন ছাতা প্রতিকে ৮০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচন হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল হোসেন চেয়ার প্রতিকে পেয়েছেন ৬৭০ ভোট।

অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে আলম সর্দার মিকচার মেশিন প্রতিকে ৮২৭ ভোটে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান হাতুরি প্রতিকে ভোট পেয়েছেন ৫৪৩,

প্রচার সম্পাদক পদে মোবারক হোসেন গোলাপ ফুল প্রতিকে ৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী জাহিরুল ইসলাম মাইক্রোবাস প্রতিকে ভোট পেয়েছেন ৬২৮ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আল আমিন দেওয়াল ঘড়ি প্রতিকে ৮৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী হেলাল বাদশা ক্রিকেট ব্যাট বল মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪৮০।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক পদে সুমন পাটোয়ারী, অর্থ সম্পাদক মনিরুজ্জামান কাজল, সহ-সভাপতি মনির হোসেন, সহ-সম্পাদক মুক্তার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আবুল হোসেন, কার্যকরী সদস্য নিরেন চন্দ্র রায় ও দপ্তর সম্পাদক মো. দুলু।

ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া ও সদস্য সচিব খুরশিদ আলম শাওন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সংগঠনের নির্বাচন কমিশনার রমজান আলী বলেন, মোট ১১ পদের মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রার্থীরা। বাকি চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু সুন্দর এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন আকাশ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news