গণটিকার আওতায় ডোমারের ৪০ হাজার মানুষ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

গণটিকার আওতায় ডোমারের ৪০ হাজার মানুষ

নীলফামারীর ডোমারে তিনদিন ব্যাপী গণটিকার আওতায় এসেছে ৪০ হাজার মানুষ। ডোমার উপজেলার ৯০ ভাগ মানুষ টিকার ১ম ডোজের আওতায় এসেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২৮শে ফেব্রুয়ারী) গণটিকার তৃতীয় ও সমাপনী দিনে উপজেলার ৩২টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে। যেখানে অনলাইন রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্র ব্যতীত শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পেরেছে সাধারণ মানুষ।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী জানান, গত ২৬শে ফেব্রুয়ারী থেকে আজ অব্ধি তিনদিনে মোট ৪০ হাজার ৩৬৬ জন গণটিকার আওতায় এসেছে। এর মধ্যে সিনোভ্যাক প্রথম ডোজ নিয়েছে ২৫ হাজার ৭৯৯ জন, ফাইজার প্রথম ডোজ ২ হাজার ২৯২ জন, ফাইজার দ্বিতীয় ডোজ ২ হাজার ৬১৮ জন, সিনোফার্ম দ্বিতীয় ডোজ ৫৬১ জন, কোভিশিল্ড (অ্যাস্ট্রোজেনেকা) দ্বিতীয় ডোজ ৪ হাজার ১৮৪ জন, কোভিশিল্ড (অ্যাস্ট্রোজেনেকা) তৃতীয় বা বুস্টার ডোজ ৪ হাজার ৯১২ জন নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন জানান, তিনদিনের গণটিকা কার্যক্রমে ডোমারের ৪০ হাজার মানুষের মাঝে টিকা প্রদান একটি অর্জন। এযাবৎ টিকার ১ম ডোজের টিকা উপজেলার ৯০ শতাংশ মানুষের মাঝে প্রয়োগ করা সম্ভব হয়েছে। বাকি যারা পড়ে গেছেন, সরকারী নির্দেশনা এলে পরবর্তীতে তাদের মাঝে টিকাদান কার্যক্রম পরিচালিত হতে পারে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news