হাতীবান্ধায় কৃষি বিভাগের সহায়তায় আদা চাষে কৃষকের মুখে হাসি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

হাতীবান্ধায় কৃষি বিভাগের সহায়তায় আদা চাষে কৃষকের মুখে হাসি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা কৃষি বিভাগের সহায়তায় উপজেলার ফকির পাড়া ইউনিয়নের বুড়া সাড়ডুবি এলাকার কৃষক জাহিদুল ইসলাম গত এক বছর আগে আদা, পিয়াঁজের ফুল ও চিয়া চাষ শুরু করেন। সেই আলোকে কৃষক জাহিদুল ইসলাম ৫০ শতক জমিতে আদা চাষ করেন, ৩০৫ দিন পর কৃষি বিভাগের জেলার উপ-পরিচালক শামিম আশরাফ ও জেলা প্রশাসক আবু জাফর সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায় প্রতি হেক্টোরে কৃষি বিভাগের তার্গেট ৩৮ টন হলেও জাহিদুল ইসলামের পরিশ্রম ও কৃষি কর্মকর্তাদের সার্বিক ব্যবস্থাপনায় ৫০ শতক জমিতে ৮ টন আদা ফলন হয়।

এসময় জেলা প্রশাসক ও কৃষি উপ- পরিচালক শামিম আশরাফ, জাহিদুল ইসলামের আদা, পিঁয়াজের ফুল ও চিয়া চাষের প্রশংসা করে বলেন আমাদের দেশিও মসলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে এবং কৃষিতে কৃষকদের সরকারী ভাবে সার্বিক সহযোগিতা করা হবে। উপস্থিত কৃষক জাহিদুল ইসলাম বলেন অন্যান্য ফসলের থেকে আদা চাষে আমি বেশি লাভবান হয়েছি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, কৃষি কর্মকর্তা উমর ফারুক, ফকির পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ও উপ-সহকারী কৃষি অফিসার লতিফুল বারী সহ প্রমুখ।

পত্রিকা একাত্তর/লুৎফর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news