জবির স্বপ্নীল বাসের শিক্ষার্থীদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

জবির স্বপ্নীল বাসের শিক্ষার্থীদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নীল বাসের শিক্ষার্থীদের উদ্যোগে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়ায়াল পুলিশ-০৪ এর কাঁচপুর ক্যাম্প মাঠে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৮ দলের টুর্নামেন্টে নক আউট পর্বে উঠে চার দল। প্রথম সেমিফাইনালে মদনপুর ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করে চিটাগাংরোড চ্যালেঞ্জার্স। অপর সেমিফাইনালে শনিরআখড়া টাইগার্স হারায় সানারপাড় কিংসকে। ফাইনালে চিটাগংরোড চ্যালেঞ্জার্স ৩৬ রানে টার্গেট দেয়। ৬ উইকেটের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয় শনিরআখড়া টাইগার্স। এর আগে অতিথিরা ব্যাটিং ও বোলিং করে ফাইনাল খেলা উদ্বোধন করেন।

সশরীরে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন প্রধান অতিথি জনাব মো. আসাদুজ্জামান, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৪, নারায়ণগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদ নাসের জনি, অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৪, নারায়ণগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জ্যোতির্ময় সাহা অপু, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৪, নারায়ণগঞ্জ। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে পুরস্কার তুলে দেন এবং বলেন খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলাধুলায় অংশগ্রহণ মাদক, জংগীবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখে। স্বপ্নীল পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর এই সুন্দর আয়োজনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৪, নারায়ণগঞ্জ অংশ হতে পারায় আমরা কৃতার্থ অনুভব করছি।

টুর্নামেন্টের প্রধান আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কনিক বলেন, স্বপ্নীল পরিবার আমাদের আবেগ, ভালোবাসা ও বন্ধনের কেন্দ্রস্থল। এ পরিবারের সিনিয়র-জুনিয়র সবার অংশগ্রহণে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে। এতে করে আমাদের ভাতৃত্ববোধ - বন্ধন বৃদ্ধি পেয়েছে। এতে, করে পরবর্তী আরো অনেক খেলাধুলার অনুপ্রেরণা পেয়েছি আমরা। ইনশাআল্লাহ্ আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news