৬ বলে দরকার ৭ রান,যেনো পাকিস্তানের ম্যাচের পুনরাবৃত্তি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

৬ বলে দরকার ৭ রান,যেনো পাকিস্তানের ম্যাচের পুনরাবৃত্তি

আাবারো হার ইন্ডিয়ার কপালে, তবে অবাক করাী বিষয় হলো, এই ম্যাচের শেষটাও যেনো সেদিনের পাক-ভারত ম্যাচের পুনরাবৃত্তি। শেষ ওভারে ৬ বলে প্রয়োজন ৭ রান। যা পাকিস্তান ম্যাচের ৬ বলে ৭ রান প্রয়োজন ছিলো। আর খেলার উত্তেজনার কথা বললেও প্রায় সেদিনের মতোই।

তবুও বাস্তবতা মেনে নিয়ে হয়তো এশিয়ার কাপের এবারের আসর থেকে ছিটকে পড়বে এশিয়ান জায়ান্ট ইন্ডিয়া। এশিয়া কাপ বর্তমানে আইসিসির ইভেন্ট গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট। প্রতিবার চারটি থেকে পাঁচ টি টিম নিয়ে মুল পর্ব শুরু হলেও এবার শুরু হয়েছে ৬ টি টিম নিয়ে। আইসিসির পরিসংখ্যান মতে, এই পর্যন্ত এশিয়া কাপ আয়োজিত হয়েছে ১৪ বার।

যা মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত, সর্বমোট সাতবারের শিরোপা বিজয়ী এই আসরের। অপর দিকে শ্রীলঙ্কা পাঁচ বার জিতেছে এই মঞ্চের শিরোপা। শেষ ওভারে প্রত্যেকটা বল আর অধিনায়ক রোহিত শর্মার রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন,কতটা ব্যথিত হয়েছেন তিনি ও তার টিম।

তবে,এবারের আসরের মাধ্যমে শ্রীলংকা রাজার মতো ফিরে এসেছে যেটা গতকালের ম্যাচে অনুধাবিত করেছে। কেননা, গেল টি২০ বিশ্বকাপ ও এর মাঝে খেলা বেশ কয়েকটি সিরিজে পারফর্মেন্স ছিলনা আশাজনক। তবুও কুশাল মেন্ডিস তার ধৈর্য আর পরিশ্রমকে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে গেলে দলকে।

পত্রিকা একাত্তর /মাহাম্মুদ রাফি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news