পারিবারিক সন্মতিতে বিয়ে হলেও মেয়ে পক্ষের অপহরণ মামলা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

১০ আগস্ট, ২০২২, ১ year আগে

পারিবারিক সন্মতিতে বিয়ে হলেও মেয়ে পক্ষের অপহরণ মামলা

চট্টগ্রাম নগরীর আমবাগান ভাঙ্গা পোল এলাকায় এক কিশোর কিশোরীর পারিবারিক সন্মতিতে বিয়ের পর পুনরায় মেয়ে পক্ষ মেয়ের জামাইকে অপহরণের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে ছেলের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়।

রাকিবুল হাসান সিমান্ত(২৩) নামের ঐ কিশোরের সাথে দীর্ঘ ছয় মাস আগে থেকে সানিয়া মির্জা(১৮) নামের এক তরুণীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় হয় তারপর গত ০৫/০৮/২০২২ শুক্রবার এ তারা একে-অপরের সম্মতিতে ঐ এলাকার নিকটস্থ কাজি মাওঃ মোহাম্মদ আবদুর রহিম খান এম,এম/বি,এ (৪৫) এর পরিচালনায় দু’লক্ষ টাকা দেনমোহরের করা কাবিননামায় বিবাহবন্ধনে আবদ্ধ হয় ছেলে রাকিবুল হাসান সিমান্তে (২৩) এবং মেয়ে সানিয়া মির্জা (১৮) রাকিবুল হাসান সিমান্ত (২৩) এর মায়ের অভিযোগ পারিবারিক ভাবে এই বিবাহ হওয়ার পরেও তার ছেলেকে হয়রানি মূলক মিথ্যা মামলা দেওয়া হয়।

ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী ২০০৩) এর ৭ ফুসলাইয়া ফালাইয়া বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ করে বাকলিয়া থানায় মামলা করে মেয়ে সানিয়া মির্জা (১৮) এর মা জান্নাতুল ফেরদৌস (৪২) পরে রাকিবুল হাসান সিমান্ত (২৩) কে গত ০৭/০৮/২০২২, রবিবার দিবাগত রাতে তার নিজ বাসা আমবাগান ভাঙ্গা পোলের বাসভবন নাসির ড্রাইভারের বাড়ি থেকে বাকলিয়া থানা থেকে একটি টিম গিয়ে মেয়ে সানিয়া মির্জা (১৮) সহকারে বাকলিয়া থানায় নিয়ে আসে।

মেয়ে সানিয়া মির্জা (১৮) প্রশাসন দেখে উত্তেজিত হওয়ায় বাকলিয়া থানার এস আই ইমরান (৩৩) বলেন ছেলে রাকিবুল হাসান সিমান্ত (২৩) এর বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করা হবেনা তারপরও রাকিবুল হাসান সিমান্ত (২৩) কে মামলা দিয়ে ০৮/০৮/২০২২ সোমবার কারাগারে পাঠানো হয়।

মেয়ে সানিয়া মির্জা (১৮) বসবাস করে চট্টগ্রামের রাহাত্তারপুল, ফুলকলি ফ্যাক্টরির পশ্চিম পাশে শাহ আমানত হাউসিং সোসাইটি, শরীফ ভিলা -৫ম -তলায় থানা বাকলিয়া জেলা চট্টগ্রাম। সানিয়া মির্জার (১৮) এলাকার লোকজন কে জিগ্যেস করলে তারা বলেন মেয়েটি এইবারের সদ্য এসএসসি পরিক্ষার্থী মেয়েটির মেধা বিকাশ ও ভালো এবং মেয়েটির সাথে রাকিবুল হাসান সিমান্তের (২৩) দীর্ঘদিন সম্পর্ক ও ছিলো এখন কি জন্য মেয়ের মা এবং তার পরিবার এই মামলা দিয়েছে সেই বিষয়ে আমরা হতবাক।

এদিকে রাকিবুল হাসান সিমান্ত (২৩) এর এলাকার লোকজন থেকে জিগ্যেস করলে তারা বলেন যেহেতু ছেলে মেয়ে দুইজনের সম্মতিতে এই বিবাহ হয়েছে তাহলে মেয়ের পরিবার কেন এই মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে সদ্য কলেজে পড়ুয়া দ্বাদশবর্ষের ছাত্র রাকিবুল হাসান সিমান্ত (২৩) কে। তারা এই বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

পত্রিকাএকাত্তর /এস এস আর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news