চন্দনাইশে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জম্মবার্ষিকী পালিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

৫ আগস্ট, ২০২২, ১ year আগে

চন্দনাইশে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জম্মবার্ষিকী পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ।

আজ শুক্রবার বিকাল ৩ টার চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আয়োজনে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে এবং পরে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, সঞ্চালনায় করেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মারজাদুল ইসলাম আরমান।

এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতকগড়া সংগঠন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম বলেন, তিনি ছিলেন আপাদমস্তক একজন ভালো মানুষ। রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর পুত্র হওয়া সত্বেও তাঁর মধ্যে কোন প্রকার অহংবোধ কাজ করেনি।

সাধারণ মানুষের মত জনসাধারণের সাথে মিশে থাকার পথচলার সহজাত প্রবৃত্তি তার মধ্যে ছিল সেইসাথে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করছি। সংগঠনের সাধারণ সম্পাদক, মারজাদুল ইসলাম আরমান বলেন, ‘মুক্তিযোদ্ধা শেখ কামাল আমাদের জন্য যে নীতি আদর্শ, কর্মপন্থা ও দিক নির্দেশনা রেখে গেছেন তা থেকে আমাদের যুব সমাজ তাদের চলার পথে তাঁর আদর্শকে সামনে রেখে, তা অনুসরণ করে নিজেদেরকে গড়ে তুলবে।

এই সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক, মাসুদ চৌধুরী, এম,জাহেদ চৌধুরী, সাবেক সদস্য,আবছার ফারুবী, মিজন, তানিম, রনি, মীরসাদ, শারুখ উপজেলা ছাত্রলীগ নেতা, রিফাত সাকিব, মাসুক, এবি নোমান, মুরাদ, আকাশ, সাব্বির সহ প্রমুখ।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news