জমে উঠেছে উল্লাপাড়ার কোরবানির পশুর হাট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

৪ জুলাই, ২০২২, ১ year আগে

জমে উঠেছে উল্লাপাড়ার  কোরবানির পশুর হাট

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন হাটে শুরু হয়েছে পশু বেচাকেনা। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে জমজমাট হয়ে উঠছে পশুর হাটগুলো। জেলার বিভিন্ন স্থান থেকে ট্রাক, পিকাপ,নছিমন, করিমন, ভ্যান ভর্তি করে আসছে গরু-ছাগল। ব্যস্ততা বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের।

রবিবার ( ৩ জুলাই )উপজেলার বোয়ালিয়া পশুর হাটে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রবিবার ভোর থেকে সিরাজগঞ্জ জেলা এবং পাশ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু, মহিষ,ছাগল, ভেরা ইত্যাদি আসতে শুরু করে। হাটে বিভিন্ন জায়গা থেকে পশু এসে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এই-হাট প্রতি সপ্তাহে এক দিন (রবিবার) হাট বসলেও ঈদের জন্য রবিবার ও বৃহস্পতিবার হাট বসবে, বলে জানিয়েছেন ইজারাদার। হাটে বিভিন্ন সাইজের প্রচুর গরু উঠলেও দাম বেশি হওয়ায় বেশির ভাগ ক্রেতার চাহিদা মাঝারি ও ছোট আকৃতির গরু।

কোরবানি পশু কিনতে আসা ঢাকা জেলার আলিম ব‍্যাপারি বলেন, অধিকাংশ বিক্রেতাই গরুর দাম অনেক বেশি হাঁকাছেন। গত বছর যে সাইজের গরু কিনেছি ৭০ থেকে ৮০ হাজার টাকায় এ বছর ঠিক সে সাইজের গরুর দাম চাওয়া হচ্ছে এক লাখ থেকে ১লাখ বিশ হাজার টাকা।

তবে গরু বিক্রেতারা হালিম জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা এদিক সেদিক হতে পারে, কারণ এ বছরের গো-খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে অধিকাংশ ক্রেতাই গরুর দাম অনেক কম বলছেন।

গরু ব্যাপারী সালাম বলেন, অন্যবারের তুলনায় এবার ক্রেতারা গরুর দাম কম বলছেন। এখন পর্যন্ত বড় গরুর ক্রেতাই খুবই কম এসেছে । তবে ছোট ও মাঝারি গরু বিক্রি হলেও আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে এই হাটের একপাশে উঠেছে ছাগল। তবে ছাগল কেনাবেচা জমে ওঠেছে।ছাগল বিক্রেতা জাহাঙ্গীর বলেন, হাটে ছাগলের কেনাবেচা ইতিমধ্যে জমে উঠবে বলে আশা করা হচ্ছে।

হাট পরিচালনা কমিটি শাহাদত হোসেন জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরালোভাবে গ্রহণ করা হয়েছে। এ হাটে কোরবানির পশু ক্রেতা ও বিক্রেতারা কোন ভাবেই প্রতারিত না হয় সে জন্য মাইকে প্রচারণা ও নিরাপত্তা পুলিশ নিয়োজিত আছেন।

উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান জানান, এবার উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসবে মোট ১০টি এবং প্রতিটা হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের লোকজন কাজ করছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news