ডোমারে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৩ মে, ২০২২, ১ year আগে

ডোমারে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ’ শীর্ষক কর্মসূচির আওতায় নীলফামারীর ডোমারে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক মহান মুক্তিযুদ্ধের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩শে মে) সকালে উপজেলার ডোমার বালিকা বিদ্যা নিকেতনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রম ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখেন—মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক মো. আল-আমিন রহমান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক মো. হারুন অর রশীদ, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা, মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক মো. নুরে আলম সিদ্দিকী, দৌলতন নেছা প্রমূখ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news