ডোমারে ভ্রাম্যমাণ টিকা ক্যাম্পের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৬ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে ভ্রাম্যমাণ টিকা ক্যাম্পের উদ্বোধন

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নীলফামারীর ডোমারে সতর্কতা মূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ টিকা প্রদান ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ই মার্চ) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভ্রাম্যমাণ টিকা ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ।

উল্লেখ্য, কোভিড-১৯ এর দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমাণ টিকা ক্যাম্প পরিচালনা করা হবে। এজন্য উপজেলার প্রত্যেক ইউনিয়নে অটো ইজিবাইকে মাইকিংয়ের মাধ্যমে গণপ্রচার চালানোর লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news