ইবিতে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২২, ২ years আগে

ইবিতে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের কার্যনির্বাহী পরিষদ ২০২২ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার সাক্ষরিত এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও অধ্যাপক ড. আহসান- উল- আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ ড. শেলীনা নাসরীন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে আরিফুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

এছাড়া সদস্য হিসেবে অধ্যাপক ড. ভুপেশ চন্দ্র রায়, অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল, অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান, অধ্যাপক মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ, ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, ড. মোঃ আনিছুর রহমান, জয়শ্রী সেন, কে এম শরিফুদ্দিন, এম এম. নাসিমুজ্জামান, মোঃ ফিরোজ আল মামুন, মোঃ রবিউল ইসলাম এবং এ এইচ এম নাহিদ মনোনীত হয়েছেন।

এদিকে গত ৬ মার্চ বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পত্রিকা একাত্তর/ সামি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news