ঘরে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে অপশক্তির সঙ্গে সরকার গঠন: আমির হোসেন আমু

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

ঘরে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে অপশক্তির সঙ্গে সরকার গঠন: আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। করোনাকালে টানা ২০ মাস ঢাকার বাসায় অবস্থান করেন সাবেক এই মন্ত্রী। করোনা সংক্রমণ কমে যাওয়ায় দীর্ঘদিন পরে ঝালকাঠিতে আসেন তিনি।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎসব জেলা আওয়ামী লীগের আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। শুধু তা-ই নয়, মিথ্যা ইতিহাসও বানানো হয়েছে। যারা ভ্রান্ত রাজনীতি করে,ঘরে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, গণহত্যাকারী অপশক্তির সঙ্গে সরকার গঠন করে, তারা কোনো দিন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে পারে না।

এছাড়া ছাত্রলীগ ও যুবলীগকে উদ্দেশ্য করে বলেন, মাদক সেবন কারীরা ছাত্র লীগ ও যুবলীগে কোন পদ পাবে না। দলীয় পদে যারা আসবে তাদের সম্পর্কে আগে থেকেই যাচাই বাছাই করা হবে। কেউ যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও আমির হোসেন আমুর মেয়ে ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি।

স্টাফ রিপোর্টারঃ নবীন মাহমুদ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news