চন্দনাইশে নির্বাচনী হাওয়া: নৌকা প্রতীকের প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ

মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম

২১ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

চন্দনাইশে  নির্বাচনী  হাওয়া: নৌকা  প্রতীকের প্রতিদ্বন্ধী আওয়ামী  লীগ
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

চট্টগ্রামে ৫ম ধাপের,৫ জানুয়ারী/২২ইং, অনুষ্ঠেয় ইউ পি নির্বাচনে চন্দনাইশে  ৭টি ইউনিয়নে বর্তমানে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতায় মাঠে  নেমে পড়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা  গেছে যে,প্রতি ইউনিয়নেই নৌকা  প্রতীক বঞ্চিত আওয়ামী লীগ  নেতারা স্বতন্ত্র  প্রার্থী হিসেবে  প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ,যুবলীগ নেতৃত্ব,কর্মীরা  মনে করেন, প্রতীক বঞ্চিতদের তৃণমূল, মাঠপর্যায়ে জন প্রিয়তা রয়েছে। এ সব বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে শেষ মূহুর্ত পর্যন্ত  লড়ে যাবেন বলে জানা যায়। চন্দনাইশ উপজেলা  আওয়ামী লীগ  সভাপতি   জাহিদুল  ইসলাম  জাহাঙ্গীর জানান,  বিদ্রোহী হিসেবে  এ' সব প্রার্থীদের বিরুদ্ধে   সাংগঠনিক ব্যবস্থা নেয়া  হবে।  

প্রতীক বরাদ্দ  পরবর্তী  নির্বাচনী আচরণ  বিধি অবহিত ও আইন শৃঙ্খলা  বিষয়ক এক সভা সদরস্থ  কাসেম  মাহবুব  উচ্চ বিদ্যলয় মিলনায়তনে রোববার, ২০ডিসেম্বর বিকেলে  অনুষ্টিত হয়।উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া  ইসলাম  এতে সভাপতিত্ব করেন।উপজেলা নির্বাচন  অফিসার  ও রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলাম অনুষ্টান সঞ্চালনা করেন। তিনি নির্বাচন আচরণ বিধির  বিস্তারিত তুলে ধরেন। সহকারী  কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ও সি) নাসির  উদ্দীন  সরকার,রিটার্নিং অফিসার মেহেদী  হাসান ও  উপজেলা সমাজ সেবা অফিসার ও রিটার্নিং অফিসার  রাসেল  চৌধুরী সভায় বক্তব্য রাখেন।প্রার্থীদের মধ্যে ও বক্তব্য আহ্বান করা হয়। বক্তব্যে প্রার্থীরা  সুষ্ঠু  নির্বাচন  অনুষ্ঠান নিয়ে শংকা,হতাশা ও উদ্বেগে আছেন বলে উল্লেখ করেন এবং প্রশাসন হতে আশাপ্রদ নিশ্চয়তা চান। প্রশাসনের পক্ষে আচরণ বিধি মেনে চলার অনুরোধ, আহ্বান জানানো হয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিদন্ধিতা মূলক সুন্দর  নির্বাচন ব্যবস্থার দৃঢতা ব্যক্ত করা হয়।

ইসমাইল ইমন: চট্টগ্রাম মহানগর।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news