খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ

দিনাজপুর জেল রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বর্ত মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে পুলিশী বাঁধা উপেক্ষা করে জেলা বিএনপির আহ্বায়ক (সাবেক এমপি) এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রেজিনা ইসলামের সভাপতিত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

২২ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, প্রধান বক্তা ছিলেন, সাবেক এমপি ও মেয়র এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকতারুজ্জামান মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মকসেদ আলী মঙ্গলিয়া, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহাবুদ্দীন মুন্না, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক এ.কে.এম মাসুদুল ইসলাম মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক রাসেল আলী চৌধুরী লিমন, ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু, কোকো স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা সহ মহিলা দল, শ্রমিকদল, তাতীদল, প্রচার দল, বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃস্বর্ত মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। সরকার যদি আমাদের দাবী মেনে না নেয় তাহলে সারা বাংলাদেশের মানুষ এক কাতারে দাড়িয়ে এক যোগে দল-মত নির্বিশেষে এই সৈরাচার সরকারের পতন ঘটাবে। এই সরকার এক দলীয় শাষন কায়েম করছে। বিএনপিকে দেশে কোন প্রকার মিছিল করতে দেয়া হয় না। সভা-সমাবেশে বাধা দেয়া হরহামেসায় পরিণত হয়েছে। ইতোমধ্যে সারাদেশে অসংখ্য বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের নামে অন্যায় ভাবে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। যা বাংলাদেশের মানুষ স্বচক্ষে দেখছে এবং অনুভব করছে। দিনাজপুরে পুলিশী বাধা উপেক্ষা করে মিছিল-সমাবেশ সম্পন্ন করায় এই জেলার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

মোঃ আরমান হোসেন: স্টাফ রিপোর্টার, দিনাজপুর।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news