পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর

মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম

২১ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।

সোমবার রাতে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে। আহত সাংবাদিক ফাইদুল ইসলাম জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও উপজেলার বর্থপালিগাঁও গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সাংবাদিক ফাইদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতা ও সংবাদ প্রকাশের জের ধরে ৬-নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবের ছেলে রিয়ানের নেতৃত্বে সন্ত্রাসী মেহেদী হাসান মুন্না,বুলবুল,মেহেদীসহ আরও ১০-হতে ১৫-জন সন্ত্রাসী একজোট হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।

বর্তমানে ফাইদুল ইসলাম গুরুত্বর আহত হয়ে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তাকে মারধরের সময় স্থানীয় সাংবাদিক জাকির হোসেন ও মাহাবুবুর রহমান বুলু নামে দুই সাংবাদিক এগিয়ে আসলে তাদের মোটরসাইকেল ভাঙচুর করে।

সাংবাদিক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ সেই সাথে ফুঁসে উঠেছে পীরগঞ্জ উপজেলার সকল সাংবাদিকরা।

এ বিষয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বলেন সাংবাদিকের উপর নির্যাতন সহ করা হবে না। আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি। সেই সাথে দোষীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেন এখনো আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। এজাহার দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনোয়ার হোসেন আকাশঃ পত্রিকা একাত্তর।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news